চৌদ্দগ্রাম (কুমিল্ল) সংবাদদাতাঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জুলাই আগষ্টের হত্যাকান্ডের বিচারের দাবিতে বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজ। কুমিল্লা জেলা ফ্যাসিবাদ বিরোধী ছাত্রসমাজের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ মামুন মজুমদার, জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম, নাসিম মিয়াজি ও আবুল হাসনাত সিয়াম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে হায়দার শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জাহিদুল ইসলাম বলেন, ৫ ই আগস্টের পর একবার রিক্সা লীগ, আরেকবার আনসার লীগ হয়ে আসে। এবার এসেছে তারা কানু লীগ হয়ে। উপদেষ্টাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা ঘোষনা দিয়েছিলেন, জুলাই আগষ্টের ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করবেন। কিন্তু আমরা এখনো ছাত্র হত্যার বিচার পাইনি। দ্রুত ফ্যাসিবাদিদের বিচারের কাজ শেষ করতে হবে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সম্পর্কে বক্তরা বলেন, হত্যাসহ ৯ টি মামলার আসামী হওয়া সত্বেও আওয়ামীলীগ নেতা আবদুল হাই কানু দেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন তাকে গ্রেফতার করছে না। অথচ একটি জুতার মালার ঘটনাকে কেন্দ্র করে আব্দুল হাই কানু দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। এই দেশ বিরোধী ও খুনি কানুকে দ্রুত গ্রেফতার করার জোর দাবি জানান তারা। কানু মুক্তিযোদ্ধার প্রেরণাকে কেন্দ্র করে ফায়দা লুটার চেষ্টা করছে
Leave a Reply