বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা এ.কে.এম. আফজালুল আনাম সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে চারটায় সেতাবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চা চক্রকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মাওলানা আফজালুল আনাম বলেন,
“সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, সমাজ উপকৃত হবে, জনগণ সচেতন হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টিও অর্জিত হবে।”
তিনি আরও বলেন,
“বিগত আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা ছিল অসাধারণ। আশা করি, ভবিষ্যতেও বিরল-বোচাগঞ্জে সাংবাদিক সমাজ সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালাবে।”
চা চক্রে আরও উপস্থিত ছিলেন (বিরর -বোচাগঞ্জ) জামায়াতের নির্বাচন পরিচালক মোঃ তৈয়ব আলী, বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, উপজেলা সেক্রেটারি ও নির্বাচন পরিচালক মাহবুব আলম, পৌর আমির মাসুম বিল্লাহ, মমিনুল ইসলাম, আব্দুল বাতেন প্রমুখ।
এ সময় সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলমসহ উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
উল্লেখ্য, মাওলানা আফজালুল আনাম দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি বুনিয়াদপুর আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply