বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত লামার রিসোর্ট মালিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২২ এপ্রিল ২০২৫ইং তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে লামা উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও সম্মানী বিতরণ করা হয়।
লামার পর্যটন শিল্পকে আরও উন্নত এবং আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২০, ২১ ও ২২ এপ্রিল ২০২৫ইং তারিখে অনুষ্ঠিত এই কর্মশালায় রিসোর্ট পরিচালনা, অতিথিদের উন্নত সেবা প্রদান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পর্যটন খাতের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে লামার রিসোর্ট মালিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং পর্যটন সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, লামা রিসোর্ট মালিক সমিতির আহবায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সদস্য সচিব সাদেকুল মাওলা ইরাক উপস্থিত ছিলেন। রিসোর্ট মালিকরাও এই আয়োজনে উপস্থিত থেকে তাঁদের প্রশিক্ষণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ সনদ ও সম্মানী গ্রহণ করেন।
Leave a Reply