(দৈনিক বাংলার রুপ নিউজ ডেস্ক)প্রতি বছরের ন্যায় এ বছরেও ঈদ-উল-আযহা উপলক্ষে উত্তরবঙ্গের স্বনামধন্য বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস বগুড়া ও ঢাকায় তাদের ফাউন্ডেশন অফিস ও প্রধান কার্যালয়ে কোরবানির মাংস বিতরণ করেছে। সমাজের অবহেলিত ও দুস্থ নারী-পুরুষের মধ্যে এই মাংস বিতরণ করা হয়। টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম এই উদ্যোগের নেতৃত্ব দেন।
ঈদের তৃতীয় দিনে অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম টিএমএসএস বিনোদন কেন্দ্রে মাংস বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি জোর দিয়ে বলেন যে, টিএমএসএস লাভের উদ্দেশ্যে নয়, বরং সেবার মানসিকতা নিয়ে সারা দেশে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল থেকে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই দুস্থ মহিলাদের দ্বারা সৃষ্ট এ ধারা অব্যাহত রেখে সংস্থার আজীবন সদস্যদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়ে থাকে। টিএমএসএস দেশের বিভিন্ন স্থানে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে, এমনকি মুসলিমদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যেও ছাগলের মাংস বিতরণ করা হয়েছে।
ঢাকার প্রধান কার্যালয়ে টিএমএসএসের উদ্যোগে মাসুদা ম্যাটারনিটি হাসপাতালের প্রস্তাবিত স্থানে অসহায় ও দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ বছর টিএমএসএস বগুড়া কার্যালয়ে ৪০টি গরু এবং ১০টি খাসির মাংস কোরবানি করা হয়। ঢাকা অফিস কার্যালয় ও বিভিন্ন জেলার প্রায় ৩০ হাজার অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মধ্যে এই মাংস বিতরণ করা হয়েছে।
মাংস বিতরণ অনুষ্ঠানে টিএমএসএসের উপদেষ্টা, পরামর্শক, হেম সেক্টরের উপদেষ্টা আয়েশা বেগম, উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মো. মতিউর রহমান, এইচইএম অপারেশন অ্যান্ড আইটি পরিচালক মো. মাহাবুবর রহমান, সাজ্জাদুল বারী সুমন, সহকারী পরিচালক শাফি পারভেজ, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান, টিএমএসএসের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সুধীজন, সুবিধাভোগী সদস্য ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply