❝ নদী আমার ভীষণ নিরুপায় ❞
ইসহাক মাহমুদ
আমি একটা নদীর কাছে গিয়েছিলাম,
প্রতিবারই যেখানে যেতাম কিংবা এখনো যাই,
যার কাছে দু’হাত বাড়িয়ে ভালোবাসা চাই।
এবার যেতেই নদী বললো— সে নিরুপায়,
আমি যেনো আর কখনো তার কাছে না যাই,
ভালোবাসা এখন যেনো সাগরের কাছে চাই,
নদী ছিলো খরস্রোতা; ভীষণ নিরুপায়।
কারণ একটা আছে,
জানবো কার কাছে!
নদীর কাছে জানতে চাওয়ার কোনো মানে নাই,
নদী আমায় তাড়িয়ে দিতেই- ক্ষোভে মরে যাই।
বুকের ভিতর আগলে রাখা নদী; শান্ত জলের ছবি,
যার রূপে মুগ্ধ হয়ে দার্শনিকও হয় কবি,
নদী ছিলো খরস্রোতা; ভীষণ নিরুপায়।
আমি তবু নদীর কাছেই যাই,
আজ হয়তো মন খারাপ তার- তাইতো নিরুপায়।
জলের স্রোতে উত্তেজনা হাওয়া লাগছে গা’য়,
এমন দিনে রাগ দেখানো তার তো শোভা পায়।
নদী আমার ভীষণ প্রিয়;
সাগরও নয় মন্দ,
পাহাড় যদি জানতো এসব— বাধতো ঠিকই দ্বন্দ্ব,
নদীর আমার ভীষণ প্রিয়; খুব করি পছন্দ।
আজকে যখন নদীর কাছে গেলাম,
ও’মা আমি এ’কি দেখতে পেলাম!
নদী আমার শুকিয়ে গেছে হয়ে নিরুপায়,
চিল শকুনের বদ নজর পড়লো তার গা’য়,
নদীর বুকে চর জেগেছে বালুর মহিমায়,
জলের শরীর উষ্ণ হয়ে উড়ে উড়ে যায়,
নদী আমার ভীষণ নিরুপায়,
আমি তবু নদীর কাছেই যাই।
Leave a Reply