মোঃ সুজন আহমেদ: সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানায় সংবাদ সংগ্রহ করতে গেলে মব তৈরী করে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখনো আটক হয়নি কেও।
এ ঘটনায় দৈনিক আজকের জনবাণী পত্রিকার সলঙ্গা প্রতিনিধি শাহরিয়ার মোর্শেদ বাদী হয়ে সলঙ্গা থানায় এজহার দায়ের করেন।
সোমবার (০৫ মে) সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে দৈনিক যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক মো. জাকির হোসাইন গুরুতর আহত হলে তাকে সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মামলা সূত্রে জানাজায়, ঘটনার দিন সংবাদ সংগ্রহের জন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার সলঙ্গা প্রতিনিধি সাংবাদিক জাকির হোসাইন, দৈনিক যুগের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন রেজা, দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সহকারী সম্পাদক নাফিউল ইসলাম আবির, সিরাজগঞ্জ কন্ঠের স্টাফ রিপোর্টার পারভেজ সরকার, ভোরের ঢাক পত্রিকার সলঙ্গা প্রতিনিধি শংকর কুমার রায় সহ ৬ জন সাংবাদিক সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের ববিউজ্জামান এর ছেলে মহিবুল ইসলাম ইসলাম সবুজ এর মাদক ও ভেজাল ঔষধ তৈরীর কারখানার সংবাদ সংগ্রহের জন্যে গেলে সে মব তৈরী করে সে সহ তার বোন বোনের জামাই সহ অন্তত ১২ মিলে সাংবাদিকদের উপর হামলা করে, প্রায় ঘন্টা ব্যপি সাংবাদিক মো. জাকির হোসাইনকে হত্যার উদ্দেশ্য বেধরক মারপিট করে। এ সময় উপস্থিত অন্যান্য সাংবাদিকরা মারপিটে বাধা দিলে তাদের ও লাঞ্চিত করে তাদের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়।
এ সময় কৌশলে সাংবাদিক মোরশেদুল ইসলাম ( শাহরিয়ার মোর্শেদ) ঘটনাস্থল থেকে সরে গিয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান কে কল দিয়ে না পেয়ে জরুরী সেবা ৯৯৯ কল দিলে ২ ঘন্টা পর পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিকদের উদ
Leave a Reply