রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক: পুঁচকে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ ২৮ মে বুধবার থেকে।লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিরিজটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের।কিন্তু নিরাপত্তাজনিত কারণে এটি কমে হয়েছে তিন ম্যাচের সিরিজ।ভালো ফল প্রত্যাশায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তানে আসে বাংলাদেশ দল।কিন্তু তাঁদের বিপক্ষে সিরিজ হেরে এখন উল্টো ভীষণ চাপ নিয়ে পাকিস্তানের মুখোমুখি হতে হচ্ছে টাইগারদের।
যদিও সেই পরাজয়ের ধকল কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে প্রস্তুত তাঁর শিষ্যরা,দাবি করছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।সিমন্স বলেন, ‘আরব আমিরাতে সিরিজ হারাটা কঠিন ছিল।কিন্তু মাঝেমধ্যে এটি আপনার দলকে চাঙা করে। এই হারে ছেলেদের মনোবল বেড়েছে।পাকিস্তানে সিরিজ জেতা সম্ভব। কিন্তু পাকিস্তান হচ্ছে পাকিস্তান।তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল।
এদিকে চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের।তাকে না পাওয়ার হতাশা আছে সিমন্সের।পাশাপাশি এটি বাকিদের জন্যও সুযোগ নিজেদের জায়গা পাকা করার, এমনটিই মনে করছেন তিনি।
মুস্তাফিজ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সে এখন দলের সিনিয়র খেলোয়াড়। আইপিএলে সে কেমন বোলিং করেছে আমরা দেখেছি। এমন কাউকে না পাওয়া অবশ্যই হতাশাজনক। দলে নিজেদের জায়গা পাকা করতে বাকিদের জন্য এটি বড় সুযোগ।’
অন্যদিকে বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন পাকিস্তান পাকিস্তান কোচ মাইক হেসন। বাংলাদেশী পেসারদের প্রশংসায় ভাসান তিনি। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে,প্রত্যাশা পাকিস্তান কোচের।
সিরিজের সূচী:-
২৮ মে বুধবার- ১ম টি টোয়েন্টি – লাহোর
৩০ মে শুক্রবার – ২য় টি টোয়েন্টি – লাহোর
০১ জুন রবিবার – ৩য় টি টোয়েন্টি – লাহোর।
সবকয়টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
Leave a Reply