মেহেদী হাসান জিহাদ/ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জের ধরে ফেসবুক লাইভে এসে কষ্টের কথা জানিয়ে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবক বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে পৌর শহরের দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় নিজের ফেসবুক প্রোফাইলে থেকে লাইভে এসে এ্যালোমিনিয়াম ফসফাইট নামক দুটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েন তিনি।
পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাসেল আহম্মেদ পৌর শহরের পশ্চিম ভরনশাহী এলাকার সোনা মিয়ার ছেলে এবং তিনি ধুনট ডটকমের স্বাধিকারী।
Leave a Reply