রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে নিজেকে মেলে ধরেছিলেন ফর্ম খুঁজে ফেরা ঋষভ পন্থ।৬১ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে এনে দিয়েছিলেন ২২৭ রানের বড়ো সংগ্রহ।নিজেদের ইতিহাসে এতো রান তাড়া করে জেতার পূর্ব রেকর্ড না থাকা বেঙ্গালুরুই জিতলো শেষ পর্যন্ত।একজন জিতেশ শর্মার ৩৩ বলে অপরাজিত ৮৫ রানের বিস্ফোরক ইনিংসের কাছে ম্লান হয়ে গেলো ঋষভ পন্থের শতক।
টসে জিতে স্বাগতিক লক্ষ্মৌকে আগে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু।তৃতীয় ওভারে ম্যাথু ব্রিটজকে দলীয় ২৫ রানে আউট হওয়ার পর উইকেটে আসেন পন্থ।ওপেনার মিচেল মার্শের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন পন্থ।৩৭ বলে ৬৭ রান করে মিচেল মার্শ ফিরে যান।ছয়টি ছক্কায় সাঁজানো ছিলো তাঁর ইনিংস।
শুরু থেকে ছন্দে থাকা পন্থ ২৯ বলে ফিফটি পাওয়ার পর সেঞ্চুরি পেয়ে যান ৫৪ বলে। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারকে চার মেরে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিটি পেয়ে যাওয়াটা পন্ত উদ্যাপন করেছেন ডিগবাজি খেয়ে।পন্তের ৮ ছক্কায় সাজানো ইনিংসে ভর করে লক্ষ্ণৌ করে ৩ উইকেটে ২২৭ রান।
কিন্তু জীতেশ শর্মার অবিশ্বাস্য এক ইনিংসের কাছে হেরে গেছেন পন্তরা।জীতেশ যখন উইকেটে আসেন ১১.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান বেঙ্গালুরুর।সেখান থেকে মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ৫২ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে জেতান ৩১ বছর বয়সী জীতেশ। ৩৩ বলে ৮৫ রান করা জীতেশ মেরেছেন ৬টি ছক্কা।
ব্যক্তিগত ৪৯ রানে ক্যাচ দিয়েও দিগ্বেশ রাঠির নো বলের সৌজন্যে বেঁচে যাওয়া জীতেশ পরের বলে ফ্রি হিটে ছক্কা মেরে পেয়ে যান ফিফটি।সেই জীতেশ ১৯তম ওভারের চতুর্থ বলে আয়ুশ বাদোনিকে ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন।৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন জীতেশ।জীতেশের সঙ্গী আগারওয়াল ২৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন।এছাড়া ৩০ বলে ৫৪ রান করেন ওপেনার বিরাট কোহলি। ৬১ রানের উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী ফিল সল্ট ১৯ বলে করেন ৩০ রান।
প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।যেখানে তাঁদের প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব কিংস।ম্যাচটি হবে ২৯ মে বৃহস্পতিবার। অন্যদিকে ৩০ মে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
Leave a Reply