কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখি (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি দেওপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আখি রান্নার সময় অসাবধানতাবশত রান্নাঘরের ঝুলন্ত একটি বৈদ্যুতিক তারে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply