মাহবুবুর রহমান মিয়াজী, কুমিল্লা থেকেঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন সম্মেলন সফল করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে চৌদ্দগ্রামের শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো: শাহ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো: নুরুন্নবী পাটোয়ারী ও রিয়াজ উদ্দিন মেম্বার।
এসময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ মজুমদার,গাজী সহিদুর রহমান,উপজেলা বিএনপির সদস্য শাহীন রেজা, মো: জিয়াউর রহমান জেবু, ডা: মো: মাঈন উদ্দিন মিয়াজী, খোন্দকার আল-আমিন খোকন, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু,উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম শামীম, উপজেলা ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য জাকারিয়া চৌধুরী যুরাজ, শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক শাখাওয়াত হোসেন মিঠু, ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ইয়াছিন মোল্লা, বাতিসা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, চিওড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুনুর রশিদ।
অনুষ্ঠানে শ্রীপুর, ঘোলপাশা, কনকাপৈত, বাতিসা, জগন্নাথ ও চিওড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শেষ পর্যায়ে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিহত রুহের মাগফিরাত কামনা
ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply