মোঃ মীর হোসেন মোল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় বিএনপির সম্মেলনে বক্তব্য দেন বিএনপি নেতা কামরুল হুদা। শনিবার বিকেলে চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর ‘জন্মদাতা’ বলে মন্তব্য করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। তাঁর বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে চৌদ্দগ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কামরুল হুদা জামায়াতকে নিয়ে ওই মন্তব্য করেন। এরপর রাতেই তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপির নেতা কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে?’ তখন নেতা-কর্মীরা বলেন, ‘জিয়াউর রহমান।’ এরপর কামরুল হুদা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর পিতা, জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনেতাকে (তারেক রহমান) নিয়ে তারা কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা কামরুল হুদার বক্তব্যের বিষয়ে একমত পোষন করে বলেন, রাজনৈতিক ইতিহাসের বাস্তব তথ্য তিনি তোলে ধরেছেন। এটা জামায়াতের পক্ষে অস্বীকার করার মতো কিছুই নেই। সত্যকে সত্য বলতে হবে। তিনি ব্যাখা দিয়ে বক্তব্য দিয়েছেন- কেউ যদি তার এই বক্তব্যকে মেনে নিতে কষ্ট হয় তাহলে পূর্বের রাজনৈতিক ইতিহাসের পাতা খুলে দেখার জন্য প্রবীন রাজনীতিদরা পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা বলেন, স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেন। জামায়াতের প্রতিষ্ঠা হয় ১৯৪১ সালে, জিয়াউর রহমান জামায়াতকে ১৯৭৮ সালে আবার রাজনীতি করার সুযোগ দেন। এ জন্য জিয়াউর রহমান জামায়াতের পুনর্জন্মদাতা বলেছেন। আওয়ামী লীগকেও পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ জন্যই তাঁকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। কিন্তু জামায়াত তখনো বিএনপির সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছে, এখনো করছে।
উল্লেখ্য যে, ২০২২ সালের ২৫ অক্টোবর বাংলা ট্রিবিউনে “জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন জিয়াউর রহমান” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পাঠকের উদ্দেশ্যে ওই প্রতিবেদন এক অংশ হুবহু তুলে ধরা হলো।
জামায়াতে ইসলামীকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়াউর রহমান দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি করে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা, চেতনায় পাকিস্তানি ছিলেন। তাই দালাল আইন বাতিল করে সাড়ে ১১ হাজার রাজাকারকে মুক্ত করে দিয়েছিলেন। কুখ্যাত রাজাকার গোলাম আযমকে দেশে ফিরিয়ে এনেছিলেন। নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করে গেছেন।’
Leave a Reply