রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা সদর উপজেলার ১৪টি ইউনিয়নের অন্তর্গত। বসন্তপুর, সুলতানপুর,মূলঘর,আলিপুর, শহীদ আফপুর, রামকান্তপুর, চন্দনী, মিজানপুর, বরাট,পাঁচুরিয়া,দারছি,
খানখানাপুর, খানগঞ্জ, গ্রামের রাস্তার বেহাল দশা হয়ে পড়েছে। মূল সড়ক থেকে গ্রামের প্রতিটি রাস্তা আনুমানিক ১০-২০ বছর কিংবা তারও পূর্বে ইট ও ইটের টুকরো দিয়ে তৈরি করা। এর পর আর কোনো সংস্কার করা হয়নি। ফলে রাস্তায় ছোট বড় অনেক খাল-খন্দকে পূর্ণ হয়ে পড়েছে। ভ্যানগাড়ি থেকে শুরু করে সিএনজি, অটোরিকশা এমনকি বাই-সাইকেলসহ সকল ধরনের যানবাহন চলার অনুপযোগী হয়ে পড়েছে বৃষ্টি নামলে স্কুলের,কলেজের ছাত্র-ছাত্রী যাতায়াত করা সমস্যা সঠিক সময় তারা চাইতে পারেনা। ফসল বাজারজাতসহ সকল ধরনের কার্যাদি সম্পন্ন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া বৃষ্টির দিনের ভোগান্তি তো আছেই। ফলে এই অঞ্চলটি সকল ধরনের যাতায়াত, আধুনিক যোগাযোগ সুবিধা ও উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়ছে ১৭ বছর আওয়ামী লীগ দল ক্ষমতায় থেকে গ্রামগঞ্জের রাস্তা কাজ সঠিকভাবে করতে পারে নাই। এসব দিক বিবেচনা করে রাস্তা গুলোর সংস্কার করা অত্যন্ত জরুরি। তাই অনতিবিলম্বে রাজবাড়ী জেলার রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু করা হোক গ্রামবাসীর দাবি।
Leave a Reply