কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২৫-এর ফলাফল পর্যালোচনা এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় পাশের হার শতকরা ৫০ ভাগের নিচে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ নজরদারিতে আনার ঘোষণা দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন ফলাফলের পুনরাবৃত্তি হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল রানার অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যেসব শিক্ষা প্রতিষ্ঠান শতকরা ৫০ ভাগের নিচে পাশ করেছে, তাদেরকে বিশেষ নজরদারিতে আনা হবে। কী কারণে এসব প্রতিষ্ঠান খারাপ ফলাফল করলো, তা শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।” তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এসব প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনের জন্য নির্দেশনা দেন।
কর্মশালায় জানানো হয়, এর আগেই যেসব প্রতিষ্ঠানের ফলাফল ৫০ ভাগের নিচে ছিল, তাদের প্রধানদের কাছ থেকে কৈফিয়ত তলব করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, ভালো ফলাফল অর্জনকারী ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পুরস্কৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়, সেন্ট নিকোলাস বালক উচ্চ বিদ্যালয় এবং কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply