দলীয় হাই কমান্ডের নির্দেশনা বাস্তবায়নে ১৫ পার্সেন্ট মহিলা নেত্রিত্বসহ কমিটি গঠণ করতে হবে: কামরুল হুদা
কুমিল্লা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মুন্সিরহাট ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিকেলে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা বলেন, আজকের দ্বি- বার্ষিক সম্মেলনে আমি এসেছি দলের নেত্রীত্ব সৃষ্টি করতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫ ই আগস্টের পরের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে কমিটি গঠণ করতে ১৫ পার্সেন্ট মহিলা নেত্রীত্বসহ কমিটি গঠণ করতে হবে। তিনি আরও বলেন, এ এলাকায় নাকি জামায়াতের ভোট বেশী।আজকের সম্মেলনে মহিলা পুরুষের উপস্হিতি প্রমাণ করে এ এলাকা বিএনপির ঘাটি।
বিএনপি নেতা গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মুক্তু। বিশেষ বক্তা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন।
ইউনিয়ন বিএনপির সদস্য ইউছুফ আলী মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাহাবুদ্দিন ফরায়েজী,গিয়াস উদ্দিন,নুরুন্নবী পাটোয়ারী, উপজেলা কৃষকদল সভাপতি শাহ আলম,উপজেলা বিএনপির সদস্য মোঃ শাহ আলম, মাওলানা জিয়াউর রহমান, আবদুর রাজ্জাক, ডা, মাইন উদ্দিন মিয়াজী, বিএনপি নেতা জালাল উদ্দীন মোল্লা, মজিবুর রহমানসহ স্হানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে প্রধান অতিথি কামরুল হুদা উপস্হিত নেতা কর্মীদের মধ্যে থেকে সভাপতি পদে নুরুল আমীন, সহ সভাপতি (মহিলা) রানু বেগম ও রোজিনা বেগম, সাধারণ সম্পাদক পদে বদিউল আলম মজুমদার,সহ সাধারণ সম্পাদক পদে আয়েশা বেগম, সাংগঠনিক সম্পাদক পদে আবুল হাসেম প্রার্থী হয়েছে।আর কোন প্রার্থী না থাকায় উল্লেখিত ৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
Leave a Reply