কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ৪০ লিটার চোলাই মদসহ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম তুমুলিয়া ইউনিয়নের বেতুয়ার টেক এলাকার মৃত ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১ এর পূর্বাচল ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল উপশহরের ২৪ নম্বর সেক্টরের পারাবর্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জাহাঙ্গীর আলমকে হাতে নাতে ৪০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। পরে র্যাবের ডিএডি শাহ আলম সরকার মোঃ ওমর আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply