বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দেশে ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য এখন এক ভয়াবহ সমস্যায় রূপ নিয়েছে। এ তালিকায় যুক্ত হয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রামপুর বাজারে মানবসেবা ডিজিটাল হোমিও হল নামের একটি প্রতিষ্ঠানের স্বঘোষিত চিকিৎসক মোঃ বেলাল হক। নিজেকে ‘নাকের পলিপাস বিশেষজ্ঞ’ পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ উঠেছে।
বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের স্ত্রী জেসমিন আক্তার জানান, “দুই মাস আগে আমি মোঃ বেলাল হকের কাছে নাকের পলিপাসের চিকিৎসা নেই। তিনি মুখে বলেন যে, এটা সহজেই নিরাময় করা যাবে। এরপর নাকে এক ধরনের রাসায়নিক এসিড প্রয়োগ করেন এবং কিছু খাওয়ার ওষুধ দেন। কিছুদিন যেতে না যেতেই নাকের ডান পাশে হাড় ফুটো হয়ে যায়।”
পরবর্তীতে তিনি একজন বিশেষজ্ঞ নাক-কান-গলা চিকিৎসকের কাছে গেলে, ওই চিকিৎসক জানান নাকে এসিড প্রয়োগ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এর ফলে দীর্ঘমেয়াদে ক্যান্সার পর্যন্ত হতে পারে।
ভুক্তভোগী জেসমিন বলেন, “এই ব্যক্তি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেও তার চিকিৎসায় রোগ ভালো তো হচ্ছে না, বরং আরও জটিলতা তৈরি হচ্ছে। অনেকেই তার প্রতারণার শিকার হয়েছেন। এখনই ব্যবস্থা না নিলে আরও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মোঃ বেলাল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ আর কোনো ভুয়া চিকিৎসকের খপ্পরে না পড়ে।
উল্লেখ্য, কোনো বৈধ ডিগ্রি বা চিকিৎসা অনুমোদন ছাড়াই হোমিও চিকিৎসার নামে এ ধরনের প্রতারণা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এ ধরনের প্রতারকচক্র রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
Leave a Reply