বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকা থেকে সাংবাদিক জামাল হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকা জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য মফিজার রহমান রাজুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২০ মে রাত ১১টার দিকে পল্লী বিদুৎ এলাকায়।
ভুক্তভোগী সাংবাদিক জামাল হোসেন আশুলিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, মফিজার রহমান রাজু তাকে মুঠো ফোনে ডেকে নেন।সেখানে মফিজার রহমান রাজু ও তার সহযোগীদের ফোন করে ডেকে নেন। অজ্ঞাত ২ জন মিলে তাকে রাস্তা থেকে জোরপূর্বক রাজুর মোটরসাইকেলে তুলে নেয়। এরপর তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় এবং তাকে রাতভর আটকে রেখে নির্যাতন চালানো হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুক্তিপণ বাবদ প্রথমে ১ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। রাতভর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে। অবশেষে জামাল হোসেনের পরিবার থেকে ৫০ হাজার টাকা আদায় করে তাকে মুক্তি দেয়। ভুক্তভোগী এই সাংবাদিক বলেন, “আমি একজন পেশাদার সংবাদকর্মী, আমার বিরুদ্ধে কোনো অপরাধ নেই। শুধু রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।”
এই ঘটনার পর সাংবাদিক সমাজে চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এর পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তারা বলেন, “মফিজার রহমান রাজু ও তার সহযোগীদের এমন অপরাধমূলক কার্যকলাপ গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”
এদিকে আশুলিয়া থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
BiRC-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, “যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে সারাদেশে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।”
Leave a Reply