1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে ডায়াগনস্টিক সেন্টার সিল গালা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টে অর্থদণ্ড গোপালগঞ্জে হামলাকারীদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ নিয়ে ধূম্রজাল, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ র‌্যাবের অভিযানে ডিমলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেপ্তার জলবায়ু অভিবাসিদের সাথে তাদের সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক একটি কমিউনিটি গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরেও হামলা তাকিয়ে ছিলাম অবৈধভাবে ক্ষমতা দখল করে উল্লাপাড়ায় কলেজ অধ্যক্ষের উপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরের ভেতর প্রবেশ করে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রামজুড়ে উত্তেজনা তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল

সাংবাদিককে জিম্মি করে মুক্তিপণ আদায়: মফিজার রহমান রাজুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

  • আপডেট টাইম : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫৩ বার

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকা থেকে সাংবাদিক জামাল হোসেনকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ঢাকা জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য মফিজার রহমান রাজুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ২০ মে রাত ১১টার দিকে পল্লী বিদুৎ এলাকায়।

ভুক্তভোগী সাংবাদিক জামাল হোসেন আশুলিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, মফিজার রহমান রাজু তাকে মুঠো ফোনে ডেকে নেন।সেখানে মফিজার রহমান রাজু ও তার সহযোগীদের ফোন করে ডেকে নেন। অজ্ঞাত ২ জন মিলে তাকে রাস্তা থেকে জোরপূর্বক রাজুর মোটরসাইকেলে তুলে নেয়। এরপর তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় এবং তাকে রাতভর আটকে রেখে নির্যাতন চালানো হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মুক্তিপণ বাবদ প্রথমে ১ লক্ষ টাকা দাবি করে অপহরণকারীরা। রাতভর হুমকি ও ভয়ভীতি দেখিয়ে। অবশেষে জামাল হোসেনের পরিবার থেকে ৫০ হাজার টাকা আদায় করে তাকে মুক্তি দেয়। ভুক্তভোগী এই সাংবাদিক বলেন, “আমি একজন পেশাদার সংবাদকর্মী, আমার বিরুদ্ধে কোনো অপরাধ নেই। শুধু রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।”

এই ঘটনার পর সাংবাদিক সমাজে চরম উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এর পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। তারা বলেন, “মফিজার রহমান রাজু ও তার সহযোগীদের এমন অপরাধমূলক কার্যকলাপ গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত।”

এদিকে আশুলিয়া থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

BiRC-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, “যদি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না করা হয়, তাহলে সারাদেশে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews