কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: “জুলাইয়ের রিমেম্বার” কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর বারোটায় কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২৪টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চারা গাছ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে ৩৩৬টি চারা গাছ, সমপরিমাণ বেষ্টনী এবং ১,০০৮টি খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ১৪টি করে চারা গাছ ও বেষ্টনী এবং ৪২টি করে খুঁটি সরবরাহ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
চারা গাছ বিতরণের আগে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির ও ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এই চারা রোপণ কার্যক্রম পরিচালিত হবে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ- গাজীপুর।
Leave a Reply