কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সার্বজনীন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে ২৮ মে (বুধবার )থেকে শুরু হলো ৭ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
পুষ্টি কমিটির সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, যিনি পুষ্টি কমিটির সদস্য সচিব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহীদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বক্তারা অনুষ্ঠানে বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং এর কোনো বিকল্প নেই। একটি উন্নত জাতি বা রাষ্ট্র গঠনের জন্য সুস্থ ও মেধাবী জনগোষ্ঠী অপরিহার্য। আর মেধাবী জনগোষ্ঠী তৈরি হয় নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাবারের মাধ্যমে। তাই পুষ্টি সপ্তাহকে কাজে লাগিয়ে জনসাধারণের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ বলেন, সরকার নির্ধারিত ৭ দিনব্যাপী এই কর্মসূচির বাস্তবসম্মত বাস্তবায়ন প্রয়োজন। সাধারণ মানুষ প্রায়শই জানে না কোন খাবারগুলো পুষ্টিসমৃদ্ধ। এই ৭ দিনের কর্মসূচীতে সকল পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের মাঝে পুষ্টি সম্পর্কিত সকল তথ্য পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, নিরাপদ খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ মিত্র, চিকিৎসক ডা. ইমরান হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. শারমিন শাথী, উপজেলা একাডেমিক সুপারভাইজার জীনাত রেহানা শারমিন, হাসপাতালের নার্স এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে স্থির চিত্রের মাধ্যমে উপস্থিত সকলকে পুষ্টি বিষয়ক ধারণা দেওয়া হয়।
Leave a Reply