সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ বন বিভাগ ও সার্বিক সহযোগিতা জেলা প্রশাসন এর আয়োজন ৭ দিনব্যাপী বৃক্ষমেলা রংবেরঙের বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
আজ ২০ জুলাই রবিবার বেলা ১২ টায় দিকে শহরের মুক্তির সোপানে বৃক্ষমেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর বিকল্প নেই। পরিবার-পরিজন নিয়ে সবাই মেলায় আসুন, গাছের সাথে পরিচিত হোন। যার যতটুকু জায়গা আছে, সেখানে অত্যন্ত একটি গাছ লাগান। ’
স্বাগত বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক, সিরাজগঞ্জ ও পাবনা রিজিয়া পারভীন মিষ্টি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান,
বিভাগীয় বন কর্মকতা, সামাজিক বন বিভাগ পাবনা এঁর কাজী তারিকুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তি যোদ্ধা কমান্ডার সদস্য আব্দুল মজিদ, ডেপুটি কমান্ডার জহুরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী আব্দুল মান্নান, জেলা দপ্তর কমান্ডার আলাউদ্দিন,
জেলা নার্সারী মালিক সমিতির মোঃ আকাব্বর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রমুখ, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরনব্বী খান জুয়েল।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গণপতি রায়। সিরাজগঞ্জ বন বিভাগের সকল সদস্য উপস্থিত ছিলেন।
মেলায় ২৫ টি নার্সারি বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির ফলদ, বনজ ও ফুলের চারা বিক্রির জন্য স্টল স্থাপন করেছে। এই বৃক্ষমেলা আগামী ৭ দিন চলবে। বৃক্ষমেলা উদ্বোধন এর আগে জেলা প্রশাসক কার্যলয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিন করে মুক্তির সোপানে শেষ হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Leave a Reply