বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মোঃ ইদু মোহাম্মদ (৫০) কাঁচা হাঁস, ছাগল, মুরগি ও গরুর মাংস খাওয়ার ব্যতিক্রমী অভ্যাসে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। অনেকেই তাকে ‘মানব হায়েনা’ বলেও ডাকছেন।
স্থানীয়রা জানান, ইদু মাঝেমধ্যে বাজার থেকে কাঁচা মাংস কিনে প্রকাশ্যে খেয়ে ফেলেন। এতে অনেকে বিস্মিত, কেউবা আতঙ্কিত। তার স্ত্রী বেবি আক্তার বলেন, “সে মাঝেমধ্যেই কাঁচা মাংস খায়, কিন্তু কখনো অসুস্থ হয়নি।”
শনিবার (১৯ জুলাই) দুপুরে সরেজমিনে ইদু মোহাম্মদ জানান, “ছোটবেলা থেকেই কাঁচা মাংস খেতে ভালোবাসি। শরীর ভালো থাকে, কোনো সমস্যা হয় না।”
৫নং ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “বিষয়টি আমি জানতাম না, খোঁজ নিচ্ছি।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, “কাঁচা মাংসে জীবাণু থাকে। নিয়মিত খেলে বড় স্বাস্থ্যঝুঁকি হতে পারে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।”
Leave a Reply