কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার লালমাই এলাকার বাগমারা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। যত্রতত্র বাজারের আবর্জনা ফেলে নদীটিকে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। নদীদূষণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকেরা। তাঁদের দাবি এ অবস্থার কারণে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতা সাধারন,স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া পরিবেশেরও মারাক্তক ক্ষতি হচ্ছে। এমন পরিস্থিতিতে নদী রক্ষায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্হানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাগমারা বাজারের উত্তরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেতুর নিছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। দুর্গন্ধে সেখানে দাঁড়ানো কষ্টকর। বাজারের শত শত দোকান, শতাধিক বসতবাড়ি ও একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা নিয়মিতভাবে নদীতে ফেলা হচ্ছে। কেউ কেউ রেললাইনের পাশেও ময়লা ফেলছেন।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক যুবক আজকের কাগজকে বলেন, দীর্ঘ ১০ বছর ধরে দিনরাত যে যেভাবে পারছে নদীর আধা কিলোমিটার এলাকা জুড়ে ময়লা-আবর্জনা ফেলছে। বিশেষ করে বাজারের হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, মুরগি, মাছ, মাংস ও তরকারি ব্যবসায়ীরা ময়লা বস্তায় ভরে নদীতে ফেলছেন। যখন পানি বেশি থাকে, তখন এসব ময়লা স্রোতে ভেসে যায়। এ ছাড়া অনেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের পাশে ময়লা-আবর্জনা ফেলে রেখে পরিবেশ দূষণ করছে। এসব দেখার যেন কেউ নেই।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ব্যবসায়ী জানান, নদীর পাড় ঘেঁষে শতাধিক বসতঘর আছে। নদীর পাড়ে বাগোরা উচ্চবিদ্যালয়, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা বালিকা উচ্চবিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ।
Leave a Reply