নাজিম উদ্দীন: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে অতিরিক্ত শ্যাওলা জমে একটি কাঠের ব্রিজ হুমকির মুখে পড়েছে। পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় ব্রিজের নিচে শ্যাওলা ও ময়লা-আবর্জনা জমে গিয়ে কাঠামোগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। তিনি ব্রিজ ও নদীর আশপাশ ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,ইউপি সদস্য কামরুল ইসলাম, স্থানীয় জনদুর্ভোগ লাঘব ও কপোতাক্ষ নদী রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। ইউএনও রেকসোনা খাতুন বলেন, কপোতাক্ষ নদীর এই অংশে শ্যাওলা জমে গেছে। এতে ব্রিজের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।স্থানীয়রা জানান, ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। দ্রুত নদী পরিষ্কার ও ব্রিজ রক্ষায় ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
Leave a Reply