মো: বিলাল উদ্দিন/ক্রাইম রিপোর্টার: গোয়াইনঘাট থানা পুলিশ একটি বিশেষ অভিযানে ভারত থেকে আমদানি নিষিদ্ধ অফিসার চয়েজ ব্র্যান্ডের ১০১ বোতল মদ এবং একটি প্রাইভেট কারসহ এক যুবককে আটক করেছে। আটক ব্যক্তির নাম জুবায়ের আহমদ (২৫), তিনি গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের বাসিন্দা এবং জালাল উদ্দিনের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার একটি দল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে তার ব্যবহৃত প্রাইভেট কার থেকে কৌশলে লুকানো অবস্থায় নিষিদ্ধ এই মদ উদ্ধার করা হয়। মদ পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক জুবায়েরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত মদ ও গাড়ি থানায় রাখা হয়েছে।”
স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরেই চোরাচালান ও মাদক পাচারের মতো কর্মকাণ্ড চলে আসছে। পুলিশি অভিযান জোরদার হলে এসব অপরাধ কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
Leave a Reply