কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী আন্তঃ ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়শীপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেলে গুনবতী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শহিদ উল্লা।
স্হানীয় নবীণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত বিকেল চারটায় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেণ্টের উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করেছেন,জিকড্ডা ক্লাব বনাম চাপাচৌ ক্লাব। উদ্বোধনী খেলায় চাপাচৌ ক্লাবকে এক গোলে পরাজিত করে জিকড্ড ক্লাব জয় লাভ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদ উল্লা’র সভাপতিত্বে মোঃ রহমতউল্লা রুমি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবীদ মাওলানা মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ক্রিয়াবীদ মোঃ আহসান উল্লাহ, সাবেক ছাত্র নেতা মোঃ আবুল হোসেন, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু কুদ্দুস, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মোরশেদ আলম, সমাজসেবক ও ক্রিড়াবীদ, মোঃ আব্দুল জলিল, সাবেক ছাত্র নেতা মোঃ মোদাচ্ছীর হোসাইন ও সাবেক ছাত্র নেতা মোঃ কফিল উদ্দীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্র নেতা মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাসেদ ভূঁইয়া,রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম হাজারী, মোঃ আজিম চৌধুরী, মোঃ যুবায়ের পলাশ প্রমুখ।
Leave a Reply