সফিউল আলম: শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন একটা সীমানা প্রাচীর ও শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করে একটি গেট নির্মাণ করা। এমনকি মনোরম পরিবেশে অত্র মাদ্রাসা অবস্থিত একটি মসজিদ ও মুসলিম জাতির বছরের একবার ঈদের নামাজের মধ্যে দিয়ে ছোট বড় সকলে আনন্দ উপভোগ করার জায়গায় হচ্ছে ঈদগাহ মার্ঠ। ঈদগাঁ মার্ঠ ও মসজিদ মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে। মাদ্রাসার ছাত্রীদের নিরাপত্তা স্বার্থে সিমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজের উদ্যোগ নিয়ে থাকে অত্র গ্রামের স্থানীয় জনতা । এরই মাঝে হঠাৎ কাজের মধ্যে বাধা সৃষ্টি করে অত্র প্রতিষ্ঠানের সহ সুপার আবু তাহের ও নজির আহম্মেদ । এমন একটি নজির বিহীন ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন নারায়নপুর গ্রামে অবস্থিত নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসা। স্বরজমিনে গিয়ে দেখা যায় নারায়ণপুর মহিলা দাখিল মাদ্রাসা সিমানা প্রাচীর ও গেট ভাংচুর। স্থানীয় লোকজন জানায় আবু তাহের ও নজির আহম্মেদ এর বাড়ির সংলগ্ন অত্র প্রতিষ্ঠানটি এবং কি আওয়ামী স্বৈরাচার সরকারের একজন ধূসর আবু তাহের । আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন এই মাদ্রাসার নাম বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাদ্রাসার সহ সুপার আবু তাহের । আবু তাহের মাদ্রাসা সহ সুপার দায়িত্বে থাকাকালীন এর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের জন্য কোটি কোটি টাকার বরাদ্দ আসলেও করেনি কোন উন্নয়নমূলক কোনো কাজ । বাড়ির সংলগ্ন মাদ্রাসা টি হওয়ায়ে সেই আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীন যে ভাবে ক্ষমতা দেখিয়ে মাদ্রাসা পরিচালনা করে আসছিলো আজও একেই ভাবে এলাকার কিছু কিছু আওয়ামী স্বৈরাচার সরকারের দোসরদের পরামর্শে একক সিদ্ধান্তে মাদ্রাসা পরিচালনা করতে চায় আবু তাহের । পাশাপাশি অত্র মাদ্রাসা সংলগ্ন একটি ঈদগাঁ মার্ঠ এই ঈদগাহ মার্ঠে শত শত মানুষ ঈদের নামাজ পড়ে । তাই সামনে ঈদুল আজহা। কিন্তু নেই কোনো সীমানা প্রাচীর ও ঈদের নামাজ পড়ার সু ব্যাবস্থা। এতে স্থানীয় গ্রামবাসীরা কাজের উদ্যোগ নেওয়া বিভিন্ন মিত্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে আবু তাহের ও নজির আহম্মেদ। আবু তাহেরের একক সিদ্ধান্ত কে এলাকাবাসীর প্রত্যাখ্যান করে প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও গেইট নির্মাণ কাজের উদ্যোগ নিয়ে থাকে স্থানীয় যুবকরা ও গ্রামবাসী । বেশ কিছুদিন পূর্বে এলাকা বাসি মিলে অত্র প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও গেইট নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে শনিবার বিকালে সীমানা প্রাচীর ও গেইট ভাংচুর করে আবু তাহের ও নজির আহম্মেদ। সুত্রে জানাযায় অত্র প্রতিষ্ঠানের নামে ক্রয় করা সম্পত্তি একটি নকল দলীল বানিয়ে বিক্রিও নিজের নামে দলীল বানিয়ে অত্র প্রতিষ্ঠানের জায়গায় দাবী করে বুক দখল করে আসছে আবু তাহের । এমন একটি অভিযোগ উল্লেখ করে সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে অত্র প্রতিষ্ঠানের নামে যাঁরা জায়গায় দিয়ে প্রতিষ্ঠান নির্মাণে যাদের সার্বিক সহযোগিতা মধ্যে একটি প্রতিষ্ঠান নির্মাণ হয়েছে অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য গণ। এই সময় দাতা সদস্য গণ আরও জানান একটি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজ করার উদ্যোগ নিয়েছে স্থানীয় বাসিন্দারা। কিন্তু সীমানা প্রাচীর গেট নির্মাণের কাজে সহযোগিতা না করে উল্টো প্রশাসনকে মিথ্যা ভুল তথ্য দিয়ে কাজে বাঁধাকস্ত করে যাচ্ছে আবু তাহের ও নজির আহম্মেদ। তাই তাঁরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় বাসিন্দারা
Leave a Reply