বান্দরবান জেলা প্রতিনিধি :বান্দরবান জেলার লামায় আবুল খায়ের টোব্যাকো অফিসে ডাকাতি। অফিসের স্ট্যাফকে মেরে আলমিরা থেকে ডাকাত দল টাকা নিয়েগেছে। লোহার সিন্ধুক ভাঙতে কিংবা নিতে পারেনাই ডাকাতরা। তবে কত টাকা খোয়া গেছে, পরিমান জানাযায়নি।
শুক্রবার (৯ মে) ভোর রাতে বা তার খানিকটা আগেই লামা লাইনঝিরিস্থ পৌর শহর মুখি প্রধান সড়ক ঘেঁষে আবুল টোব্যাকো’র তামাক ক্রয় কেন্দ্র।তার পাশে একটি দোকান প্লটে তাদের অফিস কক্ষে এই ঘটনা ঘটেছে। ভোরে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন আলামত জব্দ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাত দল সাড়ে ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার তথ্য ভাইরাল হয়। এদিকে কলাপসিবল দরজার তালা ভেঙে অফিস ডাকাতির কথা জানালেও, ঠিক কত টাকা নিয়ে গেল ডাকাতরা; শুক্রবার দুপুর পর্যন্ত আবুল টোব্যাকো কর্তৃপক্ষ এর কোনো তথ্য সঠিক ভাবে জানাতে পারেনি।
দুপুরে এটিবি’র এক কর্মকর্তা জানান, টাকার ভোল্ট অক্ষত আছে। ঊধ্বর্তন কর্মকর্তারা আসলে সেটি খোলা হবে, তার পরই বলা যাবে ডাকাতরা কতটাকা নিয়েছে। পুলিশ জানিয়েছেন, আবুল টোব্যাকোর অফিস কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত জব্দ করা হয়েছে। তদন্তের সার্থে এর চেয়ে বেশি কিছু জানাতে পারছেন না পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনা স্থলে লামা সার্কেল এএসপি আনোয়ার হোসেন, থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেনসহ পুলিশের ১টি টিম অবস্থান করছেন।
স্থানীয় সূত্রের বিবরণে জানাযায়, আবুল টোব্যাকো কোম্পানির তামাকপাতা ক্রয় প্রায় শেষের দিকে। এই অবস্থায় সদর রাস্তার পাশে এবং থানা থেকে তিন মিনিটের দূরুত্বে ডাকাতরা এই ঘটনা ঘটাতে পারার বিষয়টি বিস্মকর। শেষ রাতে নি:শব্দে ঘটে যাওয়া ডাকাতির ঘটনা প্রতিবেশীরাও আঁচ করতে পারেননি। বিকেল চারটা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ছাড়াও সরকারের বি়ভিন্ন এজেন্সির এমপ্লয়িদের কড়া অবস্থান দেখা গেছে।
Leave a Reply