1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার

মোহাম্মদ শফিকুল ইসলাম: ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) লিগ্যাল এইড কমিটি লামা চৌকি আদালত’র আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডভোকেট মামুন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। তিনি বলেন, সরকার অস্বচ্ছল মানুষদেরকে আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা আইন করেছেন। ধাপে ধাপে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নিয়েছে। স্থানীয় পর্যায়ে লামায় একটি কার্যালয় নির্ধারণ করে কমিটির সদস্যদের নিয়ে একজন লিগ্যাল এইড অফিসার দায়িত্ব পালন করলে এর সুফল আসবে।

তিনি আরও বলেন, জনসংখ্যাসহ সার্বিক বিবেচনায় লামার গুরুত্ব অনেক। এখানে সিভিল কোর্ট স্থাপন প্রয়োজন। সেই সাথে সেবাপ্রার্থীদের সুবিধার্থে আলীকদম উপজেলাকে লামা কোর্টের অন্তর্ভুক্তিকরণ করা যেতে পারে। তাহলে সুদূর বান্দরবান জেলা শহরে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না।

লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, জাতীয় আইনগত সহায়তা আইনের মাধ্যমে মানবাধিকার, ন্যয় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুখী সমৃদ্ধ সমাজ গড়া সম্ভব। এইসব মৌলিক চাহিদাগুলোর আইনগত নিশ্চয়তা দিতে সারা দেশে প্রায় ১১ লাখ মানুষকে লিগ্যাল এইড সাপোর্ট দিয়েছে। এই কর্মকান্ডকে তরান্বিত করতে পারলে মামলার ঝট কমবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে ছিলেন, লামা সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী সাদেকুল মাওলা, তথ্য অফিসার রাশেদুল হক, লামা থানা অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, একতা এনজেড সমিতির নির্বাহী পরিচালক নারী নেত্রী আনোয়ারা বেগম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews