মোঃ শফিকুল ইসলাম/জেলা বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা বন বিভাগের একটি বিশেষ অভিযানে দুটি ময়না পাখি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে লামা উপজেলা পরিষদের সামনে অবস্থিত মৌচাক গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
লামা বন বিভাগের সদর রেঞ্জ অফিসার আতায় এলাহীর নেতৃত্বে বিশেষ টিম ময়না পাখি দুটিকে অবৈধভাবে রাখা অবস্থায় উদ্ধার করে।
লামা বন বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী প্রচার হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে দ্রুত অভিযান চালায় বন বিভাগ। উদ্ধারকৃত ময়না পাখিগুলোকে বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং শিগগিরই প্রকৃতিতে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান
রেঞ্জ অফিসার আতায় এলাহী। এছাড়া অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন নয়ন, করিমসহ আরো অনেক বনকর্মী।
তিনি আরও উল্লেখ করেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী ময়না পাখি শিকার, বিক্রি বা পালন দণ্ডনীয় অপরাধ।
এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বন কর্মকর্তারা।
স্থানীয় পরিবেশ কর্মীদের মতে, ময়না পাখি বাংলাদেশের সংরক্ষিত প্রজাতি হওয়ায় এ ধরনের উদ্ধার অভিযান বন্যপ্রাণীর আবাস রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন বিভাগের পক্ষ থেকে অবৈধ বন্যপ্রাণী ব্যবসা রোধে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানানো হয়।
এই ঘটনায় সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বন বিভাগ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
Leave a Reply