কবির আহমেদঃ জন্মদাতার পিতার মালিকানা সম্পত্তির সমান ভাগ চাওয়াকে কেন্দ্র করে লাঞ্ছনা হতে হচ্ছে পাঁচ বোন ও মা । মেয়ের পক্ষে কথা ভোলায় ঘুমাতে হচ্ছে খোলা আকাশের নিচে। এই যেনো সিনেমার শুটিং কেও হারমানা। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘর দক্ষিণ পাড়া মৃত আব্দুর রাজ্জাকের পরিবারে। সুত্রে জানাযায় চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নালঘর দক্ষিণ পাড়া মোঃ আব্দুর রাজ্জাক ৫ মেয়ে ও এক ছেলে ও স্ত্রী মোসাঃ হিরুনা বেগম সহ অসংখ্য ওয়ারিশ রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যু বরণ করে। রেখে যায় অসংখ্য জায়গা সম্পত্তি। সেই সম্পত্তি হয়ে উঠেছে মা বোন ও ভাইয়ের মধ্যে একটি বিশাল দেয়াল,। বাড়ির সংলগ্ন ২১ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন থেকে চলছে ভাই বোনের লড়াই সংগ্রাম। সেই ২১ শতক পুরো জায়গা ভোগদখল করতে চায় আপন ভাই আব্দুর রহমান । ছেলের অন্যায় কাজে বাধা দিলে শেষ পর্যন্ত আপন মা কেও লাঞ্ছনা করতে একটুর জন্যে ও ভাবেনি আপন ছেলে। এই বিষয় রবিবার সকাল ১০ টায় সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে উল্লেখ করে মৃত্যু আব্দুর রাজ্জাক এর স্ত্রী মোসাঃ হিরুনা বেগম জানায় তার স্বামী মোঃ আব্দুর রাজ্জাক ৫ মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যু বরণ করে বড় ছেলে মোঃ আব্দুর রহমান সহ ৫ মেয়ে নিয়ে অনেক কষ্টে জীবন যাপন করে আসছি। আমার একটি মাত্র ছেলে তাকে অনেক কষ্টে লেখা পড়া শিখিয়ে বড় করেছিলাম কিন্তু জানতামনা সম্পত্তির জন্য আপন মা কে ও আপন বোনকে বাড়ির থেকে বের করে। ৫২নং বি এস খতিয়ান ভুক্ত দলিলে আব্দুর রাজ্জাক উল্লেখ করে যান মৃত্যুর পর আব্দুর রাজ্জাক এর স্ত্রী ও ৫ মেয়ে এক ছেলে সহ ৭জনের সমান ভাগে ওয়ারিশ সুত্রে মালিকানা ভাগ করে উল্লেখ করে দিয়ে যান আব্দুর রাজ্জাক। কিন্তু সম্পত্তির লোভে এই দাগে বোনদের ভাগ দিবেনা ভোলায় আমি প্রতিবাদ করার আমার ছেলে রহমান সহ ওর স্ত্রী মিলে সবসময় আমাকে পাগল বলে আমাকে মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, এবং আমার ৫ মেয়ে সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে আমার মেয়েদেরকে মেরে বাড়ির থেকে বের করে দিয়ে থাকে ছেলে । যে সম্পত্তির জন্য ছেলে মা বোন দের বের করে দিয়ে সেই সম্পত্তির মধ্যে আমি আমার ৫ মেয়ে নিয়ে এই খোলা আকাশের নিচে আজ তিন দিন খোলা আকাশের নিচে রয়েছি। তাই ছেলের বিচারের দাবী জানান এই অসহায় মা বোনেরা,,, এই বিষয় আব্দুর রহমানের সাথে মুঠোফোনে ঘটনা জানতে চাইলে একপর্যায়ে জমিসংক্রান্ত নিয়ে সমস্যার কথা শিকার করে কিন্তু মা বোনদের বাড়ির থেকে বের করে দেওনি বলে দাবী করেন আব্দুর রহমান। আব্দুর রহমানের মায়ের অভিযোগ অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে জীবন যাপন করে যাচ্ছে আব্দুর রহমানের মা হিরুনা বেগম। এই বিষয় আব্দুর রাজ্জাক এর মেয়ে মোসাঃ নুর জাহান আক্তার সুমি পৃর্থিক সম্পত্তি ওয়ারিশ সুত্রে মালিকানা দাবী করে কুমিল্লা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ১নং আদালতে একটি অভিযোগ দায়েল করে আসছে বলে জানান সুমি আক্তার।
Leave a Reply