মোঃ রবিউল মুন্সী: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বালিগ্রাম গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহ নির্মাণ কাজে বাধা এবং সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—আবুল হোসেন খান (৪৫), ফিরোজ হাওলাদার (৬০), পারুল বেগম (৫৫), হাসিনা বেগম (৫৫) এবং জসিম মাঝি (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিগ্রাম গ্রামের আবুল হোসেন খান দীর্ঘদিন ধরে তার ভোগদখলীয় জমিতে বসবাস করে আসছিলেন। তিনি সেখানে গৃহ নির্মাণ কাজ শুরু করলে একই এলাকার মোঃ জহিরুল ইসলাম ও আহাদ খানের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালায়।
হামলায় আবুল হোসেন খানসহ তার পরিবারের চার সদস্য গুরুতর আহত হন। নারী সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া গেছে। আহতদের স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য পাঠানো হয়।
হামলার পর আবুল হোসেন খান বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ রয়েছে, হামলার বিষয়ে মামলা করলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Leave a Reply