লামা (বান্দরবান) প্রতিনিধি : লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়কে দিনরাত(তামাকজাতপণ্য) অতিরিক্ত মালবোঝাই ট্রাক চলাচলের ফলে ইয়াংছা বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আরাকান সীমান্তবর্তী একটি উপজেলা থাকায় নিরাপত্তার প্রশ্নে লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা অত্যাবশ্যক। এ নিয়ে একাধিক পত্রত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরেও গুরুত্ব অনুধ্যান করছেন কর্তৃপক্ষ। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ ব্রিজে ৫ টনের অধিক মালামাল পরিবহন না করার জন্য সাইন বোর্ড স্থাপন করেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, কোনো মহলই ওভার লোড পরিবহন বন্ধ করতে পারছেন না। বর্তমানে একটি যাত্রীবাহী গাড়ি পার হওয়ার সময়েও ব্রিজটি কাঁপতে থাকে। এই অবস্থায় চলতি মৌসুমে রাতদিন শতাধিক ট্রাক, কার্গো ২০-২৫ মেট্রিক টন তামাকজাতপণ্য পরিবহন করে চলছে বিকল্প সেতুর উপর দিয়ে। স্টিলের এই সেতুটি ভেঙে গেলে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বাহিরেও পাহাড়ি এই দুই উপজেলার যোগাযোগ বিঘ্ন হয়ে জরুরী নিরাপত্তা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন জানান, ‘ওভার লোডের বিষয়ে মোবাইল কোর্ট করার বিধান নেই। ট্রাফিক আইনে জরিমানা করার বিধান আছে’। তিঁনি আরো জানান, ‘এরই মধ্যে আমার অনুরোধে ট্রাফিক পুলিশ কয়েকটি ওভার লোড ট্রাকের জরিমানা করেছেন’।
লামা ট্রাফিক ইনচার্জ জানান, ‘এই অপরাধে দশ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে, কিন্তু সড়কে পরিমাপক স্কেল না থাকায় আইন প্রয়োগ করা যাচ্ছে না।
চোখের অনুমানে ওভার লোড মনে হলেও চালক বা কন্ডাকটর ৫ টনের অধিক ওজন স্বীকার করতেছেন না’। উল্লেখ্য, ইয়াংছা সড়কে ৪৫ বছর আগে করা বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায়, তিন বছর আগে বান্দরবান সড়ক বিভাগ একটি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরু করেন। তার আগে সেখানে জরুরী পরিবহনের জন্য পাশে স্টিলের একটি বিকল্প ব্রিজ করে দেন।
Leave a Reply