বান্দরবান জেলা প্রতিনিধি ঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বান্দরবানের লামা উপজেলায় আওয়ামীলীগ ও বিএনপি নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন ফের শুরু করেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারনে নদী, খাল ও ঝিরি-ঝর্ণা শুকিয়ে খাবার পানির তীব্র সঙ্কটে পড়ছে পাহাড়িরা।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার লামা উপজেলার সদর ইউনিয়ন ১ নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় কাঁঠালছড়া চংবত ম্রো পাড়ার পশ্চিমে মুরুংঝিরি থেকে পাথর উত্তোলন হচ্ছে, আর এসব উত্তেলিত পাথরগুলো ট্রাক, মিনি ট্রাক ও দাম্পার গাড়ি করে পাচার হচ্ছে বিভিন্ন এলাকায়। দিনের পর দিন পাথর উত্তোলনের ফলে গ্রীস্ম মৌসুমে পানির সংকটে পড়ছে পাহাড়ীরা।
লামার চংবত ম্রো পাড়ার বর্তমান কারবারি মাংডং ম্রো বলেন, পাথর উত্তোলন হচ্ছে মাস দুয়েক আগে থেকে। কারা উত্তোলন করছেন এই বিষয়ে মুখ খুলতে রাজি নয় তিনি। পরে তিনি জানান, এই বিষয়ে কথা বললে আমি ঝামেলায় পড়বো, সবাই প্রভাবশালী।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, সাবেক লামা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দু ছালামসহ লামা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মিরাজ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল আহম্মেদ হেন্জু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো রাসেল ইসলাম ও শহিদুল ইসলামসহ আরো বেশ কয়েকজন মিলে অবৈধভাবে দীর্ঘদিন যাবত পাথর উত্তোলন করছেন। অবৈধ ভাবে রাতের অন্ধকারে পাচারের উদ্যেশে রাখা হয়েছে প্রায় ১০/ ১৫ হাজার ঘনফুট পাথর। বাজারে প্রতি ঘনফুট (কাংক্রিট)পাথর বিক্রি হয় ১৭০ থেকে ১৮০ টাকায়।
ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক লামার কাঁঠালছড়া চংবত ম্রো পাড়ার একজন ম্রো বলেন, যেভাবে এখান থেকে পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তাতে ঝিড়ি ও ঝর্নাতে আর পানি নেই। ভয়ে কেউ তাদের বাঁধা দেওয়ার সাহস রাখেনা।
Leave a Reply