1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

চিরনিদ্রায় শায়িত হলেন ডুমুরিয়ার বিএনপি নেতা ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ দিদার

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার

শেখ মাহতাব হোসেন: হাজারো মানুষের শ্রদ্বা আর ভালো বাসায় সিক্ত চিরনিদ্রায় শায়িত হলেন,খুলনার ডুমুরিয়া উপজেলার ৪নং খর্নিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (৬০)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টায় রানাই ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে তার মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন সমপন্ন করা হয়। তিনি খর্নিয়া ইউনিয়ন পরিষদ থেকে পরপর তিন বার চেয়ারম্যান নির্বাচিত হন এবং খর্নিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি। সংস্কৃতিক অঙ্গনে যথেষ্ট খ্যাতি অর্জন করেন তিনি। ন্যায় পরায়ণতা,সদালাপী,মিষ্টভাষী এবং এলাকায় মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে তিনি সকলের কাছে জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে পরিচিত লাভ করেন।
তিনি প্রয়াত সাবেক ইউপি (চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের) জৈষ্ঠ পুত্র।
তিনি মৃত্যুকালে – স্ত্রী,১ছেলে,১মেয়ে,২ ভাই,২ বোন সহকর্মী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জানা গেছে,দলীয় কর্মসূচী সফল করতে গত বৃহস্পতিবার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে খুলনায় মিছিল চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এসময় দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে ইন্তেকাল করেন তিনি। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে এক নজর দেখতে ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাতে এবং জানাযায় অংশ নিতে ছুটে যান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন,উপজেলা প্রশাসন,শিক্ষক সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনির পেশার হাজার হাজার মানুষ।
তারা হলেন -খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ মনিরুল হাসান বাপ্পী,এ্যাড, মোমরেজুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু,যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, যুগ্ম আহবায়ক এসএম শামিম কবির, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ,উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আসাদুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা,ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন,মোল্যা কবির হোসেন,খান ইসমাইল হোসেন,শেখ আবু সাইদ,আশরাফুল আলম নান্নু,শোল্যা মোশাররফ হোসেন মফিজ,সরদার আব্দুল মালেক,শেখ সরোয়ার হোসেন,শেখ হাফিজুর রহমান, জামায়েত নেতা মিয়া গোলাম কুদ্দুস,মাওলানা মুকতার হুসাইন, মাওলানা হাবিবুর রহমান,
বিএনপি নেতা মতিয়ার রহমান বাচ্ছু,ইউপি চেয়ারমান মোল্যা মাহবুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন,জহুরুল হক, যুবদল নেতা প্রভাষক মঞ্জুর রশিদ,শেখ মশিউর রহমান লিটন,মোল্যা মশিউর রহমান,শেখ শাহিনুর রহমান,দেলয়ার হোসেন,শফিকুল ইসলাম জোয়াদ্দার,শেখ আশরাফ হোসেন, ছাত্রদল নেতা অনিক আহমেদ,সোহান আহমেদসহ হাজার হাজার মানুষ জানাযায় অংশ নেয়।
ইমামতি ও দোয়া পরিচলনা করেন হাফেজ মাওলানা মোঃ আছাবুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews