কবির আহমেদঃ বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। আর বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা লিখেছেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”
এদিকে চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেগুলো ৯০ দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি। বুধবার তিনি এ ঘোষণা দেন।
অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বেড়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ ১২৫ শতাংশে উন্নীত করছি। যা এ মুহূর্ত থেকে কার্যকর হবে।”
“একটা সময়ে, আশা করি দ্রুত চীন বুঝতে পারবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে ‘শোষন’ করার সময় বিষয়টি আর মানা হবে না।”— যোগ করেন তিনি।
অন্যান্য দেশগুলোর ওপর আরোপ করা পারস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার বিষয়টি জানিয়ে ট্রাম্প লিখেছেন, “বিপরীতভাবে, ৭৫টিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য, বাণিজ্য বাধা, শুল্ক, মুদ্রা জালিয়াতি, অ-আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য ডেকেছে। এবং এই দেশগুলো আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি। তাদের জন্য আমি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছি। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিষয়টিতে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”
ভাইজান সালাম নিবেন। আশা রাখি ভালই আছেন। আমি দৈনিক বাংলার রূপ পত্রিকার সম্পাদক বলছি– আপনী নিশ্চয়ই একজন পেশাগত সাংবাদিক অথবা সাংবাদিকতা পেশায় নিয়োজিত হওয়ার আগ্রহী। সাংবাদিকতা চলন্ত জীবনের শব্দময় প্রতিচ্ছবি। কখনো তা তন্ময়, কখনো বস্তুনিষ্ঠ। এ সাংবাদিকতা ওই প্রতিচ্ছবিকে আপন হৃদয়ে ধাারণ করে আবার তাকে সর্বসাধারণের কাছে ফিরিয়ে দেওয়ার এক জটিল পদ্ধতি, একটি বস্তুনিষ্ঠ সংবাদ ও দ্রুতলয়ের ইতিহাসের এক সংমিশ্রণ; জীবন সমাজ ও রাষ্ট্রের গতি- প্রকৃতি বর্ণনার একটি কৌশল, চিন্তার পরিবর্তন, ধ্যান-ধারণা বিবর্তন, সমাজবিপ্লব কিংবা সাংস্কৃতিক রূপান্তরের ধারক-বাহক। সে শুধু ইতিহাস নির্মাণ করে না-ইতিহাস নির্মাণের সাহায্য করে,পথ নির্দেশকা দেয়। সাংবাদিকতা মানুষের জীবন আচরণের এক নিত্যসঙ্গী। সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ,কঠোর শ্রমসাধ্য, সীমিত আয় উপার্জন নির্ভর একটি পেশা। তবে এটা পৃথিবীর একটি আদর্শ পেশা হিসেবে স্বীকৃত। তথাপি সবাই একে পেশা হিসেবে নিতে চায় না কিংবা পারে না। কারণ, পেশাটি দুঃসাহসিক। আর পৃথিবী তো সাহসী মানুষের জন্য। সুতরাং সাংবাদিক অবশ্যই পৃথিবীর একজন সাহসী মানুষই বটে। আপনার যদি সৎ সাহস থাকে আজই যোগাযোগ নিম্ন হোয়াইটঅ্যাপ নাম্বারে–০১৬৪২৭৫৬৫১৫ এবং নিউজ পাঠাতে থাকুন। কোন ধরনের প্রতারনা হওয়ার সুযোগ নেই এবং কোন টাকা পয়সার লেনদেন করতে হবে না। যদি আপনী কাজ করতে আগ্রহী থাকেন আপনার হোয়াইটঅ্যাপ নাম্বার থেকে নিয়মিত নিউজ পাঠান। ধন্যবাদ
Leave a Reply