২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে দেয়া পল্লবী থানা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য মোসাঃ শাহজাদী বেগম এক বিবৃতিতে দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদ এবং বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক, বিদেশি বন্ধু এবং সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিগত বছরসমূহে দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রম এবং আর্থসামাজিক সূচকসমূহে সরকারের অভূতপূর্ব অর্জনের ওপর ভিত্তি করে, আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো ইনশাআল্লাহ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মানবাধিকার ও আইনের শাসন সুসংহত করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে আমার প্রত্যাশা, দেশের অগ্রযাত্রা বেগবান করতে মুক্তিযুদ্ধের চেতনা আর আদর্শকে ধারণ করে জাতি এগিয়ে যাক ‘সোনার বাংলা’ গড়ার পথে। এ প্রত্যাশায় দেশবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং মুক্তিযোদ্ধার জানাই লাল সালাম।
♥♥♥ সৌজন্যেঃ মোসাঃ শাহজাদী বেগম, সাবেক সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, পল্লবী থানা, ঢাকা। ♥♥♥
Leave a Reply