1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

ইসলাম বিদ্বেষী মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রুয়েট-ছাত্র

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৪৬ বার

রিয়াজ রাব্বী,ক্যাম্পাস প্রতিনিধি(রুয়েট):-
গতকাল ১৩ই মার্চ ২০২৫-রোজ রবিবার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) – এর স্থাপত্য বিভাগের ২০২০-২১শিক্ষাবর্ষের(২০সিরিজের) ছাত্র ওয়াকার কামাল অতুল তার ব্যক্তিগত ফেসবুক এ্যাকাউন্ট থেকে কাবা শরিফকে ঠাট্টা করে একটি পোস্ট করেন।সেখানে তিনি বলেন,”২১এ ফেব্রুয়ারিতে ফুল দিয়ে খাম্বা পূজা হারাম।কিন্তু সেই খাম্বা cubic হইলে তার পূজা করে আরাম।”
অর্থাৎ, সে এখানে কাবা শরিফকে ‘cubic খাম্বা’ ও হজ্জ্ব করাকে ‘cubic খাম্বা পূজা’ বলে ছোট করেছে।
এরই প্রতিক্রিয়াস্বরূপ রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা তার সাথে সকল ক্লাস-পরিক্ষা বর্জনের ডাক দিয়েছেন এবং তার উপযুক্ত শাস্তির দাবি জানান।

পরবর্তীতে আজ ১৪ই মার্চ সে আরেক পোস্টে রুয়েট, তাদের শিক্ষার্থী, এলাম্নাই এবং তাদের প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বলে,”গতকালে আমার এক নির্দিষ্ট পোস্টে একজন তার নিজস্ব বক্তব্যে ভুল ব্যাখ্যা দিয়ে দেশে হাজার থেকে লাখ লাখ মুরিদ তৈরী করে রেখেছেন। তার ভুল ব্যাখ্যার জবাবে সেই লেখাটা ছিল। কোনো ধর্মকে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না। এতে আপনাদের ধার্মিক অনুভূতি কষ্ট পেলে আমার কিছু করবার নেই।
তবে আপনাদের এই অনুভূতির কথা চিন্তা করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমার পোস্ট আপনাদের অপছন্দ লেগে থাকলে বলে দিবেন আমি নিজ দায়িত্বে আপনাদের আমার ফ্রেইন্ডলিস্ট থেকে বাদ করে দিব।”

এখানেই থেমে নেই ঘটনা,এই ঘটনায় উঠে এসেছে আরও একজনের নাম-যে কিনা নিজেকে নবি বলে দাবি করেছেন,সে আরও বলেন সে নতুন ধর্মের প্রবর্তক। ইসলামবিদ্বেষী মন্তব্য করা অতুলকে প্রশাসন কোনো শাস্তি প্রদান করলে সেইসব শিক্ষকদের দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। তার নাম মুসা ইবনে মান্নান, রুয়েট যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করে বর্তমানে আমেরিকাতে পিএইচডি করছে।
যিনি দেশে KPI(Kishor Pasha Imon) নামে পরিচিত।
ছাত্ররা বলেন তার লেখালেখি ও বলার ভঙ্গি দুটোই পাঠক, শ্রোতার দৃষ্টিকে আকর্ষন করার মত ছিল।কিন্তু সে চরম ইসলাম বিদ্বেষী, শাতিম, এবং বড়মাপের গর্বিত শাহবাগী, সুন্দরভাবে নোংরা কথা বলার উস্তাদ। তাছাড়া রুয়েট থেকে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বাতিলের দাবি জানায় ছাত্ররা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews