চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজার সংলগ্ন মোঃ বেলাল নামে এক ব্যাক্তির উপর। এমন একটি ঘটনা ঘটেছে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন বাবুচি বাজার সংলগ্ন জগোমহনপুর গ্রামে। মোঃ ইসমাইল হোসেন অভিযোগ করে বলেন গত ২৮ ডিসেম্বর শনিবার বিকালে বেলাল আহম্মেদের সঙ্গে যাতায়াতের রাস্তা নিয়ে আমাদের সাথে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি কে কেন্দ্র করে গত ০৯ ফেব্রুয়ারী রবিবার রাত আনুমানিক ৮ টায় বিভিন্ন যায়গা থেকে কিছু সন্ত্রাসী এনে এলোপাথাড়ি হামলা চালায় আমাদের উপর। হামলা চালিয়েও ক্ষ্যান্ত হয়নি বেলাল আহমেদ। উল্টো চাঁদাবাজি ও ডাকাতির, ও চুরির মিথ্যা একটি মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে বলে জানান ইসমাইল গং ও স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, বেলাল আহম্মেদ ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের ক্ষমতা দেখিয়ে ও চাউল বিতরণে কথা বলে, গ্রামের লোকদের আইডি কার্ড ফটোকপি নিয়ে যায়। বর্তমানে বিভিন্ন মামলায় ওই আইডি কার্ডের ছবি লোকদের বানাচ্ছে সাক্ষী, এমন একটি অভিযোগ করেন বেলাল আহম্মেদ এর সাক্ষীগন। বেলাল আহম্মেদ এর মামলার ১ নাম্বার সাক্ষী রুবেল হোসেন জানান, ঘটনাস্থলে রুবেল উপস্থিতি দেখতে পায়, বেলাল আহম্মেদ এর পরিবার ইসমাইল গংদের সঙ্গে যাতায়াতে রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়। কিন্তু বেলাল আহম্মেদ এর বাড়ি ভাঙচুর লুটপাট ও ডাকাতি এমন কোন ঘটনা ঘটেনি সেখানে। আমি এই পর্যন্ত দেখেছি। কিন্তু বেলাল আহম্মেদ আমাকে ওনার মামলার ১নাম্বার সাক্ষী হিসাবে উল্লেখ করে আসছে, যা আমি অবগত নয়।
Leave a Reply