নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী যুবলীগ নেতা কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে ডিবির অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে তাকে গ্রেফতার করেছেন। তার পিতার নাম কাজী খেলাফত হোসেন, খুলনার খালিশপুর হাউজিং এষ্টেট এ নিজস্ব দুটি প্লটে বাড়ি রয়েছে।
হোয়াইট খুলনা মহানগরীর অন্ধকার জগতের সকল ব্যবসার নিয়ন্ত্রক ছিল। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। সর্বশেষ আগষ্ট এ বি এন পি নেতা রাকিবুল ইসলাম বকুলের বাড়ি ভাঙচুর করে। এর পর সরকারের পতন হলে দীর্ঘদিন সে পালিয়ে ছিল।
কাজী ইয়াসির আরাফাত হোয়াইটের এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২ , খালিশপুর থানা। এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ ২০২২, খালিশপুর থানা, এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে ২০১৩, খালিশপুর থানা। এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল ২০১৩, খালিশপুর থানা। এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি ২০১১, খালিশপুর থানা, এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট ২০২৪, খালিশপুর থানা। এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট ২০২৪, খালিশপুর থানা। এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট ২০২৪ এর এজাহারনামীয় আসামী।
জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করেছে বলে সূত্র জানায় । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Leave a Reply