চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ গতকাল ৯ই জানুয়ারী (বৃহস্পতিবার) আনুমান ১২ঘটিকার চাঁদার দাবীতে এক ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এবিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজার ব্যবসায়ী মেসার্স আল মদিনা ট্রেডার্স এর মালিক এবং দশবাহা গ্রামের মোহাম্মদ হাশেমের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম সোহেলের উপর পার্শ্ববর্তী খাটরা গ্রামের কিশোর গ্যাং সন্ত্রাসী মোহাম্মদ রফিক মোহাম্মদ বাবলু মোঃ মনির সহ অজ্ঞাত ১০থেকে ১৫জন সন্ত্রাসী বহুদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং দাবীকৃত চাঁদা না দিলে তাকে গুণবতী বাজারে ব্যবসা করতেদিবে না বলে গুণবতী বাজারের ব্যবসায়ী তৌহিদুল ইসলাম সোহেল কে মেরে ফেলার বলে হুমকি প্রদান করা হয়। আহত গুনবতী বাজার ব্যবসায়ী তহিদুল ইসলাম সোহেল জানান বর্ণিত বিবাদী সন্ত্রাসীগণ গত ৬/৮ মাস আমার দোকানে অনাধিকার প্রবেশ করে সংঘবদ্ধভাবে এসে বিভিন্ন ইস্যু দেখিয়ে আমার নিকট চাঁদা দাবি করে এবং আমি তাহাদের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক বার ৫ থেকে ৭ হাজার টাকা চাঁদা দিয়ে আসছি। গত তিন দিন আগে তারা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি চাঁদার টাকা না দেওয়াতে, তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলবে এবং আমার বড় ধরনের দুর্ঘটনা করে ফেলবে বলে হুমকি প্রদান করে। চাঁদা না দেয়ার সূত্র ধরে চাঁদাবাজরা গতকাল ৯ ই জানুয়ারী (বৃহস্পতিবার) আনুমান ১২ঘটিকার সময় গুণবতী ইউনিয়নের গুনবতী বাজার মেসার্স আল মদিনা ট্রেডার্স এর সামনে ৮ /১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র রামদা চেনি সাইনিজ কুরাল ও প্লাস্টিকের পাইপ হাতে নিয়ে আমার দোকানে প্রবেশ করে আমার কাছে চাদা দাবি করায়, আমি টাকা দিতে অস্বীকার করিলে ৮ থেকে ১০ জন আমার উপর কিল কুশি লাথি এবং দেশিয় অস্ত্র চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথার সজোরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলে এবং সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় উপস্থিত গুণবতী বাজারের লোকজন দ্রুত চৌদ্দগ্রাম জেনারেল হাসপাতালে তৌহিদুল ইসলাম সোহেল ভর্তি করায়। তৌহিদুল ইসলাম সোহেলের উপর হামলার ঘটনা নিয়ে গুণবতী ইউনিয়নের নিজ গ্রাম দশবাহা এবং গুণবতী বাজার ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উক্ত ঘটনা সন্ত্রাসীদের আইনের আওতায় এনেদোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply