চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে (অব:) সেনা সদস্যকে ভুয়া র্যাব অফিসার পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি ধমকি প্রদর্শনের অভিয়োগ করেছেন ভুক্তভোগী জয়নাল আবেদীন।
ঘটনাটি ঘটেছে উপজেলাধীন মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর মধ্যমপাড়া কাজী বাড়ীতে।
ভুক্তভোগী জয়নাল আবেদীন পুলিশ সুপার কুমিল্লা বরাবর দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, বিবাদী মোঃ মাসুদ (২৩), একই ইউনিয়নের বসন্তপুর হাড়ীমুড়া মৌজার মোশারফ হোসেন প্রকাশ মেনু মিয়ার ছেলে। বিবাদী প্রতারক, সন্ত্রাসী, খারাপ প্রকৃতির এবং অবৈদ মাদক সরবরাহের সাথে সম্পৃক্ত। বিবাদী মোঃ মাসুদ ও তার সহযোগি অজ্ঞাতনামা আরো কয়েকজন বিগত কয়েকবছর যাবৎ থেকে নিজেকে র্যাব, সেনাবাহিনীর কর্মকর্তা, কখানো প্যারা-কমান্ডো আবার ক্ষেত্র বিশেষে নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বিভ্রান্ত করে চাপ সৃষ্টি পূর্বক নানাভাবে হয়রানী ও ক্ষতি সাধন করে আসছে। সে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা বা প্যারা-কমান্ডো বলে পরিচয় দেওয়ায় লোকজন ভয়ে প্রতিবাদ করার সাহস পায়না। যদি কেউ প্রতিবাদ করে তাহলে তাকে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীর এহেন অপকর্মকান্ডের বিষয়ে প্রতিবাদ করায় জয়নাল আবেদীনকে মেরে লাশ গুম করিয়া ফেলার হুমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৫/০৩/২০২৫ ইং তারিখ, বিকাল অনুমান ০৩:০০ ঘটিকার সময় মোঃ মাসুদ (২৩), ও তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদী পরস্পর যোগ সাজসে, পূর্ব-পরিকল্পিতভাবে, হাতে লাঠি, লোহার রড, ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বে-আইনি জনতায় দলবদ্ধ হইয়া জয়নাল আবেদীনের মালিকানাধীন জায়গায় অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকলে তাকে বাধা নিষেধ করলে সে জয়নাল আবেদীনকে কিল, ঘুসি ও লাথি মুড়া মারিয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখম করে এবং হত্যার উদ্দেশ্যে গলা চিপিয়া ধরলে আশপাশের লোকজন আগাইয়া আসিলে জয়নাল আবেদীন প্রাণে রক্ষা পায়, নচেৎ তাকে মেরে ফেলতো। বিবাদী মোঃ মাসুদ (২৩), উপস্থিত লোকজনের সামনে সুযোগমতো পাইলে জযনাল আবেদীনকে মেরে লাশ গুম করিয়া ফেলার হুমকি সহ নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করিয়া ঘটনাস্থল থেকে চলে যায়। বিবাদী মোঃ মাসুদ (২৩), ও তার সহযোগী অজ্ঞাতনামা বিবাদীগন কর্তৃক যেকোন সময়ে, যেকোন মুহুর্তে জয়নাল আবেদীন ও তার পরিবারের সদস্যদের প্রানহাণী সহ চরম ক্ষতি হওয়ার আশংকা রহিয়াছে মর্মে উল্লেখ করেন। উপরোক্ত ঘটনার বিষয়ে বিবাদী মোঃ মাসুদ এর বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হয় কিন্তু বিবাদী অজ্ঞাতস্থানে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply