নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কুমিল্লা মডার্ন হাইস্কুল থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে তাসফিয়া তাসনিম খন্দকার। তাসফিয়া ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। আজ বৃহস্পতিবার ওই ফল ঘোষণা করা হয়।
তাসফিয়ার বাবা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার। মা মোসাম্মৎ মমতা আক্তার ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।
প্রাপ্ত ফলাফলে উচ্ছ্বসিত তাসফিয়া বলে, “আমি আমার ফলাফলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি। আমাকে শিক্ষাদান সহ সার্বিক গাইডলাইন দিয়ে প্রস্তুত ও সহযোগিতা করায় আমার কুমিল্লা মডার্ন হাইস্কুলের শ্রদ্ধেয় সকল শিক্ষক-শিক্ষিকা, বাসার টিউটরবৃন্দ, কোচিং সেন্টার, বাবা-মা ও বড় বোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
তাসফিয়া ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে তার ভবিষ্যৎ লক্ষ্যার্জনে সকলের দোয়া প্রার্থী।
Leave a Reply