কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে একটি বসতবাড়ির রান্নাঘর থেকে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারুল রোজারিও (৫০) নামে এক গৃহবধূকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) শান্তি চন্দ্র দাসের নেতৃত্বে বোয়ালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে পারুল রোজারিওর বাড়ির পূর্ব পাশের রান্নাঘর থেকে ১৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (জাওয়া/ওয়াশ) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত পারুল রোজারিও বোয়ালী ৭নং ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মামলা (নম্বর-০৯) রুজু করা হয়েছে।
মামলার বাদী এসআই শান্তি চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আসামিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্তভার পেয়েছেন এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম শেখ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply