বিলাল উদ্দিন,
স্টাফ রিপোর্টার | সিলেট |
সিলেটের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, “গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে হলে স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একসাথে কাজ করতে হবে। গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বাড়ালে সাধারণ মানুষ খুব সহজেই ইউনিয়ন পর্যায়ে ন্যায়বিচার পেতে পারে।”
তিনি সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা”য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “গ্রাম আদালত ব্যবস্থা সাধারণ মানুষের দোরগোড়ায় বিচার সেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। ইউনিয়ন পরিষদ পর্যায়ে এই সেবা পৌঁছে দিতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।”
কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জনাব সুবর্ণা সরকার। তিনি স্বাগত বক্তব্যে গ্রাম আদালত সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা এবং সমন্বিত পরিকল্পনার উদ্দেশ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার জনাব ফারহানা ফেরদৌস শিউলি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের আওতায় ইপসার সিলেট ও মৌলভীবাজারের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম এবং স্থানীয় পর্যায়ে অংশীজনদের ভূমিকা তুলে ধরেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন:
জেলা লিগ্যাল এইড অফিসার জনাব বিশ্বেশ্বর সিংহ
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার মিতা
মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জনাব শাহিনা আক্তার
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব রাকিবুল হাসান
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ ফখরুজ্জামান
প্রবেশন অফিসার জনাব মোঃ তমির হোসেন চৌধুরী
সিলেট প্রেস ক্লাব সভাপতি জনাব ইকরামুল কবির
জেলা পুলিশ সুপারের প্রতিনিধি জনাব অকিল উদ্দিন আহম্মদ
সিভিল সার্জনের প্রতিনিধি জনাব সুজন বণিক
বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক জনাব মোঃ ইকবাল হোসাইন
দেশ টিভির সিলেট প্রতিনিধি জনাব খালেদ আহমদ
ওয়াল্ড ভিশনের প্রতিনিধি জনাব জাবির আহাম্মদ
এফআইভিডিবি’র প্রতিনিধি জনাব নজরুল ইসলাম মঞ্জু
সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply