মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলা শাখার বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ (২২ জুন) সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলে বিকেল ৪টা পর্যন্ত, যেখানে গোপন ব্যালটের মাধ্যমে ৫টি গুরুত্বপূর্ণ পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি মোঃ মুজিবুর রহমান মজনু ৪২০ ভোট পেয়ে মাত্র ৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ফখরুল ইসলাম পান ৪১১ ভোট।
মাত্র ১ ভোটের ব্যবধানে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী হন মোঃ সাদিকুর রহমান সাদিক, যিনি ২২৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফখরুজ্জামান পান ২২৬ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে রুহেল বখশ পান ১৯৫ ভোট এবং আব্দুল করিম ঈমানী পান ১৮১ ভোট।
সাধারণ সম্পাদক পদে বড় ব্যবধানে জয় লাভ করেন মারুফ আহমদ। তিনি ৫৫৭ ভোট পেয়ে তার প্রতিদ্বন্দ্বী মোঃ রানা খান শহীদ (২৭৬ ভোট) কে পরাজিত করেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন মোঃ শফিউর রহমান, যিনি ৩৩১ ভোটে জয়ী হন।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ কাজল মাহমুদ।
সম্মেলনটি সুন্দরভাবে সম্পন্ন করতে গঠিত হয় একটি চার সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মুকিত, এবং সদস্য হিসেবে ছিলেন বকসী মিছবা-উর-রহমান, আবুল কালাম বেলাল ও বকসী জুবায়ের আহমদ।
নির্বাচনে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্বের পথ প্রশস্ত হয়।
নবনির্বাচিত এই নেতৃবৃন্দ শীঘ্রই জেলা বিএনপির সঙ্গে পরামর্শ করে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবেন বলে জানা গেছে।
Leave a Reply