বিশেষ প্রতিনিধিঃ আজ ১৯শে জুন (বৃহস্পতিবার) দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিয়েল কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন”২০২৫” সম্পন্ন হয়েছে। সমবায় অধিদপ্তর কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জয়েন্ট রেজিস্ট্রার জনাব মিজানুর রহমান তাঁর সহকর্মীদের নিয়ে সমিতির নিবন্ধিত ঠিকানা বাড্ডা আইসিএল গার্ডেন সিটিতে উপস্থিত সদস্যদের সামনে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন। নব- নির্বাচিত কমিটির তালিকা নিম্নে প্রদান করা হলোঃ গোলাম জিলানী মজুঃ (সভাপতি), কাজী জামাল উদ্দিন (সহ- সভাপতি), আব্দুল কুদ্দুস মানিক (সেক্রেটারি), আব্দুল হাই দুলাল (যুগ্ম সম্পাদক), সিরাজুল ইসলাম( ইকবাল) (কোষাধ্যক্ষ), মোঃ মীর হোসেন মোল্লা (পরিচালক), মোঃ আকতার হোসেন সাদ্দাম (পরিচালক), ওমর ফারুক (পরিচালক), মোঃ আজিজুর রহমান শিমুল (পরিচালক), মোঃ বেলাল হোসেন (পরিচালক), মোঃ নূরুল ইসলাম দুলাল (পরিচালক) পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষনার পর নব- নির্বাচিত কমিটি ও উপস্থিত সদস্যদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন – সমবায়ের যুগ্ম নিবন্ধক ও নির্বাচন কমিশনার জনাব মিজানুর রহমান। সেক্রেটারি জনাব আঃ কুদ্দুস মানিক, ভাইস চেয়ারম্যান জনাব কাজী জামাল উদ্দিন, পরিচালক আজিজুর রহমান, শিমুল। সর্বশেষ নব- নির্বাচিত কমিটির উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি , আইসিএল গ্রুপের এম ডি- জনাব- এইচ এন এম শফিকুর রহমান, সর্বশেষ সভাপতি জনাব গোলাম জিলানী মজুঃ সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply