| ১৩ জুন ২০২৫ |
ডেস্ক রিপোর্ট, সিলেট।
প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-ক্লাস্টার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার ৫টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
সকালে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। সার্বিক সহযোগিতা করেন ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, নজরুল ইসলাম । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব পারভেজ তালুকদার ও জনাব,বিলাল আহমদ প্রধান ফুলমলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামে শিক্ষকদের পাঠ পরিকল্পনা,(১ম থেকে ৫ম শ্রেণী) শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গনিত বিষয়ে শিখন মান যাচাই সংক্রান্ত টুলস এর ব্যবহার ও রেকর্ড সংরক্ষণ। অংশগ্রহণকারী শিক্ষকগণ শিক্ষায় নতুন পদ্ধতির সাথে নিজেদের সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার বলেন,
“সাব-ক্লাস্টার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষকরা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান। এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
শেষে অংশগ্রহণকারী শিক্ষকগণ শিক্ষা কার্যক্রম উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন এবং সকলে মিলে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply