মুহাম্মাদ রবিউল মুন্সীঃআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে প্রখ্যাত আলেমে দ্বীন ও খ্যাতিমান ইসলামি চিন্তাবিদ মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ-কে।
২৫ মে শনিবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নের ঘোষণা দেন। ঘোষণার পর থেকেই স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলোচনা শুরু হয়, এবং ইসলামি রাজনীতির অঙ্গনে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আদর্শ নেতৃত্বে আশাবাদী কুমিল্লা-১০ এর জনগণঃ
মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আলেম, যিনি দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। ইসলামি শিক্ষা, দাওয়াত, সামাজিক জাগরণ এবং রাষ্ট্রীয় নেতৃত্বের প্রশ্নে তিনি তরুণ প্রজন্ম ও ধর্মপ্রাণ জনতার মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁর জ্ঞান, বিচক্ষণতা এবং অনাড়ম্বর জীবনধারা একজন যোগ্য সংসদ সদস্য হিসেবে তাঁর উপযোগিতা তুলে ধরে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও প্রতীকঃ
দলের প্রতীক হাতপাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির পরিচায়ক। এটি শান্তি, ইনসাফ ও ন্যায়ের প্রতীক হিসেবে গণমানুষের মাঝে পরিচিতি পেয়েছে। এই প্রতীকের মাধ্যমে দলটি দীর্ঘদিন ধরে এক স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ-এর মতো একজন সৎ, আদর্শবান ও অভিজ্ঞ আলেমের নেতৃত্বে কুমিল্লা-১০ আসনে সেই লক্ষ্য বাস্তব রূপ পাবে বলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আশাবাদী।
ঘোষণার পর এলাকাজুড়ে উদ্দীপনাঃপ্রার্থিতা ঘোষণার পরপরই কুমিল্লা-১০ আসনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইসলামপ্রিয় জনতা, তরুণ সমাজ, আলেমসমাজ ও মাদরাসা শিক্ষার্থীরা দলে দলে তাকে সমর্থন জানাচ্ছেন। নেতাকর্মীরা ময়দানে নেমে পড়েছেন, এলাকার প্রতিটি ওয়ার্ডে শুরু হয়েছে প্রচারণা ও জনসংযোগ কার্যক্রম। ইসলামি আদর্শে গড়ে তোলা এক নতুন নেতৃত্বের স্বপ্নে প্রজন্ম জেগে উঠছে।
একটি নৈতিক, জনকল্যাণভিত্তিক রাজনীতির প্রত্যাশাঃবর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে আস্থার সংকট, দুর্নীতি, মূল্যবোধহীনতা এবং নেতিবাচক রাজনীতির যে বেসামাল অবস্থা বিরাজ করছে, তার পেছনে বড় কারণ হলো আদর্শহীন নেতৃত্ব। এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একজন দ্বীনদার, সৎ, সাহসী ও যোগ্য আলেমকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।মুফতি শামসুদ্দোহা আশরাফী হাফিজাহুল্লাহ-এর প্রার্থিতা কুমিল্লা-১০ আসনের রাজনৈতিক অঙ্গনে এক নতুন আশার আলো। ইসলামপ্রিয় জনতা এই মনোনয়নকে স্বাগত জানাচ্ছে এবং আশা করছে, এই আলোকবর্তিকাময় নেতৃত্বের মাধ্যমে সমাজে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই উদ্যোগ কেবল একটি নির্বাচনী কৌশল নয়, বরং তা একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের সুদূরপ্রসারী চিন্তার বহিঃপ্রকাশ
Leave a Reply