7কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয় ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে ভূমি মেলা উদ্বোধন করা হয়। পরবর্তীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক অফিসার আশিকুর রহমান, এনসিপি নেতা কে এম আর শাহিন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply